করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতি পুষিয়ে নিতে গণনার মধ্যে থাকা জেমস বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ এপ্রিল থেকে পিছিয়ে নেয়া হয়েছে অক্টোবর মাসে। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা এই ঘোষণা দেয়। জেমস বন্ডের ওয়েবসাইট ও টুইটারে দেয়া এই ঘোষণা অনুসারে রয়টার্স জানায়, ছবির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর।
এমজিএম এবং কমক্যাস্ট কর্পোরেশনের প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের ‘নো টাইম টু ডাই’ ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে। পরে সেটা পিছিয়ে নেয়া হয় গত বছরের নভেম্বরে; তারপর নির্ধারণ করা হয় এই বছর এপ্রিলে। এই ছবিতে জেমস বন্ডের ভূমিকায় ডেনিয়েল ক্রেইগ শেষবারের মতো অভিনয় করেছেন। যা নির্মাণে খরচ হয়েছে ২০ কোটি মার্কিন ডলার।
সিনেমা হলের মালিকরা মনে করছেন ‘নো টাইম টু ডাই’ ছবির মাধ্যমে আবারো দর্শকরা হলে ফিরতে শুরু করবে। ২০২০ সালে শুরু হওয়া মহামারির কারণে অন্যান্য ক্ষেত্রের মতো চলচ্চিত্র শিল্পেও খরা নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে টিকেট বিক্রির পরিমাণ শতকরা ৮০ ভাগ কমে যায়। বিভিন্ন এলাকায় এখনো ভাইরাসের সংক্রমণ চলছে। এরমধ্যে সিনেমা জগতের বড় বাজার লস অ্যাঞ্জেলেসও রয়েছে। হলিউড সংশ্লিষ্টরা যে কারণে বড় বাজেটের ছবি এখনো মুক্তি দিতে দ্বিধা করছেন। অনেক সিনেমা হল বন্ধ। যেগুলো খুলেছে সেগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দর্শক সংখ্যা কমানো হয়েছে। বিশ্বের অন্যতম লাভজনক ছবিগুলো মধ্যে রয়েছে বন্ড সিরিজ। এই সময়ে বড় বাজেটের জনপ্রিয় ছবির মুক্তি তালিকায় থাকা ‘ব্ল্যাক উইডো’র তারিখ অপরিবর্তীত রয়েছে। ওয়াল্ট ডিজনি কর্পোরেশন ও মার্ভেল স্টুডিওর এই ছবি মুক্তি পাবে ৭ মে।