শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন

অনলাইনে ইডিইউর ফল সেমিস্টারে ভর্তি শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

মহামারি করোনার বাস্তবতায় ক্লাস থেকে শুরু করে অফিস কার্যক্রম, সবই অনলাইনে চালু রেখেছে চট্টগ্রামের ইস্ট ডেলটা ইউনিভার্সিটি (ইডিইউ)। এর ধারাবাহিকতায় ফল ২০২০ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সব বিষয়ে সীমিতসংখ্যক আসনে আগামী ফল সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই যাতে আগ্রহীরা ভর্তি হতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে।

বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক পর্যায়ে ভর্তি শুরু হয়েছে।

এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমএ ইন ইংলিশ, মাস্টার অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন গ্র্যাজুয়েটরা।

ইডিইউর অফিশিয়াল ওয়েবসাইট (www.eastdelta.edu.bd) বা ফেসবুক পেজে দেওয়া লিংকে গিয়ে ফরম পূরণ করে আবেদনের সুযোগ থাকছে।

ফি জমাদানের সুবিধার্থে তৈরি করা হয়েছে ইডিইউর নিজস্ব পেমেন্ট পোর্টাল, যেখানে কোনো রকম ট্রান্সেকশন ফি ছাড়াই ডেবিট/ক্রেডিট কার্ডসহ মোবাইল ব্যাংকিংয়ের সব পোর্টাল থেকে ফি প্রদান করা যাবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের সুবিধার্থে নানা উদ্যোগ নিয়েছে ইডিইউ। শিক্ষার্থী ও শিক্ষকেরা যাতে নির্বিঘ্নে অনলাইন সুবিধা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে প্রত্যেককে প্রতি মাসে ৩০ জিবি মোবাইল ইন্টারনেট ডেটা সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া মওকুফসহ নানা রকম আর্থিক সুবিধা প্রদান করছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি শিক্ষার্থীদের কর্মোপযোগী ও বিশ্বমানের হিসেবে গড়ে তোলার জন্য ইডিইউতে বিবিধ সুযোগ রয়েছে।

ইস্ট ডেলটা ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে ফরম বিতরণ শুরু হয়েছে। সব ধরনের তথ্যের জন্য ফোন করুন ০১৭১৪১০২০৬২, ০১৯৭৪১০২০৬২, ০৯৬৩-৮১৪৪৪১৩, ০৩১২-৫৫৮৬৪৫-৬ নম্বরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English