বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন

অভিনেত্রী প্রত্যুষাকে ধর্ষণের হুমকির অভিযোগে যুবক গ্রেফতার

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন
অভিনেত্রী প্রত্যুষাকে ধর্ষণের হুমকির অভিযোগে যুবক গ্রেফতার

কলকতার টিভি অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগে ঐশিক মজুমদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রত্যুষা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যুষা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধায় সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারি কোনো একজনকে ধরা হয়েছে। তারপর লালবাজার থানা থেকে ফোন করে আমাকে জানানো হয়- শুক্রবার আমাকে ব্যাঙ্কশাল আদালতে যেতে হবে। বাকি তথ্য তারপর পাওয়া যাবে।’

হুমকিদাতা গ্রেফতার হওয়ায় আগের থেকে অনেকটা নিশ্চিন্ত প্রত্যুষা। যদিও এখনো তিনি ধোঁয়াশায়। আসলেই সঠিক ব্যক্তিকে ধরা হয়েছে কি-না, তা নিয়েও চিন্তায় রয়েছেন।

জানা গেচে, ২০২০ সালের শুরু থেকে ধর্ষণের হুমকি পাচ্ছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। ‘তবু মনে রেখো’ খ্যাত নায়িকা দেড় সপ্তাহ আগে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু তার অভিযোগ, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে তাকে।

এর আগে তিনি ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ পাওয়ার পরেও নাকি সেই ব্যক্তি তাকে ধর্ষণের বর্ণনা দিয়ে মেসেজ করছিলেন ইনস্টাগ্রামে।

তিনি নিশ্চিত, নির্দিষ্ট একটি ব্যক্তিই তাকে মেসেজ করেছেন নানা প্রোফাইল থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করা হচ্ছিল, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’

প্রত্যুষা বুঝতে পারেন, বারবার ওই একই ব্যক্তি তাকে মেসেজ করছেন। চার-পাঁচ বার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। তাতেও কোনো সুরাহা না হওয়ায় সংবাদমাধ্যমের সাহায্য নেন অভিনেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English