মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন

অলিম্পিকে একই দিন মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন
অলিম্পিকে একই দিন মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে গ্রুপ পর্বে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

রোববার (২৫ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। অন্যদিকে আড়াইটার সময় ব্রাজিল খেলতে আইভরি কোস্টের বিপক্ষে।

ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে সনি লিভ চ্যানেলে।

দুই বারের অলিম্পিক জয়ী আর্জেন্টিনা এবারের আসরে ‘সি’ গ্রুপ রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আলবেসিলেস্তেরা। ওই ম্যাচে ২-০ ব্যবধানে হারতে হয়েছে তাদের। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে শুভ সূচনা করেছে মিশর।

এদিকে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ব্রাজিল। ম্যাচে র্জামানদের ৪-২ গোলে উড়িয়ে দিয়ে আসরে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে অলিম্পক যাত্রা শুরু করেছে আইভরি কোস্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English