বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন

অস্কারে ডাক পেলেন হৃতিক-আলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

খুশির খবর রয়েছে বলিউডের দুই তারকা হৃতিক ও আলিয়ার জন্য। অস্কার কর্তৃপক্ষের কাছ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন এ দু জন। অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের সম্প্রতি ৮১৯ জন নতুন আমন্ত্রিতের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

সেখানে ভারত থেকে আলিয়া এবং হৃতিক ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা, তথ্যচিত্র নির্মাতা নিষ্ঠা জৈন এবং অমিত মাধেশিয়া, কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, ভিএফএক্স সুপারভাইজার বিশাল আনন্দ এবং সন্দীপ কমল। আলিয়া, হৃতিকসহ তাদের প্রত্যেকেই যদি অ্যাকাডেমি কর্তৃপক্ষের এই আমন্ত্রণ গ্রহণ করেন, তা হলে এ বছরের অস্কার মনোনয়নে ভোটিংয়ের অধিকারও পাবেন তারা।

এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার এবং অভিনেতা অনুপম খেরও অস্কার কমিটির সদস্য হয়েছেন। এ বছর ডিরেক্টরস ক্যাটিগরিতে সদস্য হওয়ার ডাক পেয়েছেন জোয়া, শর্ট ফিল্ম অ্যান্ড ফিচার অ্যানিমেশন বিভাগের জন্য অনুরাগকে বেছে নেওয়া হয়েছে কমিটির তরফ থেকে। বিতর্ক এড়াতে গত কয়েক বছর ধরে অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে যাতে বিশ্বজুড়ে নির্বাচক ও সদস্যদের প্রতিনিধিত্বে সমতা রাখা যায়। জাতি-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে এই যোগদান যেন সার্বিক ভাবে ‘ইনক্লুসিভ’ হয়ে ওঠে, তার জন্য কমিটিতে মহিলা এবং কৃষ্ণাঙ্গদের যোগদানের হার বাড়ানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English