সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

অস্ট্রিয়ায় স্কুলে হিজাব নিষিদ্ধের আইন বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

এতদিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখা নিষিদ্ধ ছিল অস্ট্রিয়ায়। যার বিরুদ্ধে দুই শিশু ও তাদের পরিবার মামলা করলে দেশটির সাংবিধানিক আদালত গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) ওই আইন বাতিলের পক্ষে রায় দেয়।

আদালতের ওই রায়ে বলা হয়, ইসলাম ধর্মের মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে ওই আইন করা হয়েছিল। যা অস্ট্রিয়ায় স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

রায়ে আরো বলা হয়, ওই আইন মুসলিম মেয়েদের আচার আচরণের উপর বিধিনিষেধ আরোপের সুযোগ করে দিয়েছিল।

অস্ট্রিয়ার আগের জোট সরকারের (রক্ষণশীল পিপুলস পার্টি তাদের মিত্র চরম ডানপন্থি ফ্রিডোম পার্টি) আমলে ওই আইন পাস হয় এবং ২০১৯ সালের মে মাস থেকে তা কার্যকর হয়।

সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তারা মুসলমান মেয়েদের সামাজিক চাপ এবং সহপাঠীদের কাছে বিরূপ আচরণের শিকার হওয়া থেকে রক্ষা করতে এই আইন করেছে।

শুক্রবার আদালত তাদের ওই যুক্তি বাতিল করে দিয়ে বলেছে, ওই আইনের মাধ্যমে ভুল মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। বরং যদি সেরকম প্রয়োজন হয় তবে রাষ্ট্রের উচিত এমন একটি আইন তৈরি করা যাতে ধর্ম বা লিঙ্গের কারণে হওয়া ‘বুলিং’ আরো ভালোভাবে প্রতিরোধ করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English