সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

অ্যারিজোনায় বাইডেন জয়ী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৫৮ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আজ শুক্রবার সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অ্যারিজোনায় জয়ের মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির ১১টি ইলেক্টোরাল কলেজ ভোট বাইডেনের ঝুড়িতে জমা পড়ছে। এ নিয়ে বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ২৯০।

বাইডেনের নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ২১৭।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে কোনো প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের দরকার হয়। ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। এই লক্ষ্যে তিনি তাঁর প্রশাসন গোছানোর প্রস্তুতি নিচ্ছেন।

ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প বলছেন, তিনি পরাজয় মানবেন না। আদালতে যাবেন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০টির মধ্যে ৪৮টি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল জানা গেল। সেই হিসাবে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ৫০৭টির ফয়সালা হয়েছে। বাকি আছে ৩১টি।

এখনো ঝুলে আছে দুটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল। তার একটি জর্জিয়া, অন্যটি নর্থ ক্যালিফোর্নিয়া।

জর্জিয়ায় ১৬টি ও নর্থ ক্যালিফোর্নিয়ায় ১৫টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে।

জর্জিয়ায় এগিয়ে আছেন বাইডেন, নর্থ ক্যালিফোর্নিয়ায় এগিয়ে ট্রাম্প।

অ্যারিজোনা দীর্ঘদিন ধরে রিপাবলিকান শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই রিপাবলিকান ঘাঁটি এখন ডেমোক্র্যাটদের দখলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English