রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু মঙ্গলবার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪০ জন নিউজটি পড়েছেন

আসন্ন ৫৬টি পৌরসভা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য মঙ্গলবার থেকে আবেদনপত্র বিক্রি শুরু হচ্ছে। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

সোমবার বিকেলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ৫৬ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English