রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

আওয়ামী লীগ আরেকটি বাকশালী সরকার প্রতিষ্ঠা করেছে: রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাতের আঁধারে সাধারণ জনগণের ভোট চুরির মাধ্যমে ক্ষমতার চেয়ার দখলকারী আওয়ামী লীগ সরকার আরেকটি বাকশালী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছে। যার কারণে বিরোধীদল কিংবা সাধারণ জনগণ সরকারের কোনো প্রকার সমালোচনা করতে পারে না। আজকে আমরা যারা বিরোধী রাজনীতি করি তাদের সার্বক্ষণিক বিচারবহির্ভূত হত্যা, গুম ও হয়রানিমূলক মামলার আতঙ্কে থাকতে হয়। এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

রিজভী আও বলেন, ‘আগামী দিনে বিএনপির সব তৃণমূল নেতাকর্মীর কঠিন হতে কঠিনতর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, জয়নাল আবেদীন তালুকদার, হাসান আজমল ভূঁইয়া প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English