শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
আগৈলঝাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযান

বরিশালের আগৈলঝাড়ায় মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে কঠোর লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল হাশেম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, থানা পুলিশের সহায়তায় রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আগৈলঝাড়া সদর বাজার, বাইপাস, কান্দিরপাড়, জোবারপাড়, বড়মগড়া, দাসেরহাট, গৈলা বাজার, রথখোলা বাজার, পয়সারহাট, আমবৌলা বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল হাশেম।

এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধ বিক্রেতাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ৪টি মামলায় মোট ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল হাশেম। এসময় আগৈলঝাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English