প্রায় বিনা বাধায় তালেবান যোদ্ধারা আফগানিস্তান দখল করে নেওয়ার পর এখন প্রশ্ন উঠেছে আফগান আর্মিকে নিয়ে।
প্রায় তিন লাখ সদস্য এই বাহিনীতে রয়েছেন বলে দাবি করা হলেও বিবিসির অনুসন্ধানে জানা গেছে, আদতে ৫০ হাজারেরও কম সদস্য ছিল ওই বাহিনীতে।
বিবিসি নিউজনাইট বলছে,আফগান ন্যাশনাল আর্মি সম্পর্কে সরকারিভাবে যেসব তথ্য দেয়া হয়েছে, বাস্তবে তার তুলনায় বাহিনী অনেক ছোট।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিন লাখ সদস্যের আফগান আর্মিকে কোটি কোটি ডলারের সরঞ্জাম ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। কিন্তু সেখানকার দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আসলে সেই সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৫০ হাজারেরও কম।
বিবিসি এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তালেবানের পক্ষে খুব সহজেই কাবুল ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার কারণ পরিষ্কার হয়ে যায়।
প্রেসিডেন্টের কাছে আফগান আর্মির ৫০ হাজার সেনা সদস্য থাকার কোন গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়েছে কিনা, সেটি হোয়াইট হাউজের কাছে জানতে চেয়েছে বিবিসি।
তবে হোয়াইট হাউজের মুখপাত্র এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।