শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

আবারও অবসরে সারিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ক্যারিয়ারের স্বর্ণালি সময় থেকেই কাজে অনিয়ম শুরু করেন সারিকা। শুটিং সেটে দেরি করে যাওয়া, সিডিউল ফাঁসানো- এসব করতে গিয়ে ধীরে ধীরে নির্মাতা ও দর্শকের কাছে সমালোচিত হতে থাকেন তিনি। এমন অবস্থাতেই সংসার জীবনও শুরু করেন। একটা সময় নিজেকে এতই অবরুদ্ধ করে ফেলেন যে, কেউই আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

তবে গত বছর থেকে আবারও মিডিয়ায় নিয়মিত হওয়ার চেষ্টা করেন তিনি। প্রতি মাসেই অল্প কয়েকটি নাটকে কাজ করে যাচ্ছিলেন। করোনাভাইরাস আসার পর সেই কাজের গতি মন্থর হয়ে যায়। তবে বিরতি কাটিয়ে ঈদে অনেক নাটকে অভিনয় করেছিলেন।

ঈদের পর ৯ আগস্ট ‘হৃদয়ের কোলাহল’ নামের একটি নাটকে অভিনয় করার পর গণমাধ্যমকে জানিয়েছেন, আরও তিনটি নাটকে আগস্ট মাসেই অভিনয় করবেন; কিন্তু সেই কথা রাখেননি তিনি।

তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন কাজের বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন সারিকা। তিনি বলেন, ‘ঈদের আগে যে কাজগুলো করতে পারিনি, সেগুলোর শুটিং করার কথা ছিল আমার।

একটি নাটকে কাজও করেছি। বাকিগুলোর কাজ নিয়ে নির্মাতারা আর অগ্রসর হননি। এদিকে আমিও একটু অবসর সময় কাটানোর চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষের দিকে কাজে ফিরব।’ তবে কথার সঙ্গে কাজের মিল না থাকায় সারিকার ওপর নির্মাতাদের আস্থা অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন একাধিক নাট্য নির্মাতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English