সৌদি আরবের বন্দর শহর জেদ্দায় সিঙ্গাপুরের এক তেল ট্যাংকারের ওপর হামলা চালানো হয়েছে। শিপিং কম্পানি হাফনিয়া জানিয়েছে, হামলায় বড় কোনো ক্ষতি হয়নি। ২২ জন নাবিকের সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটির যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে কিছু তেল বের হয়ে গেছে। ওই জাহাজে ৬০ হাজার টন পেট্রল ছিল বলে জানায় তারা।
হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডাব্লিউ রাইন জাহাজটি। এতে জাহাজে আগুন ধরে যায়। তবে এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানানো হয়। এ হামলা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব।
এর আগে ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরে একটি তেল ট্যাংকারে হামলা হয়। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করে আসছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে কয়েক বছর ধরে যুদ্ধ করছে সৌদি আরব।