মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

আমার ভিতরে নতুন প্রাণ বেড়ে উঠছে: শুভশ্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৯ জন নিউজটি পড়েছেন

আর মাত্র দু’মাস বাকি। তারপরই টলিউডের দুষ্টু-মিষ্টি তারকাদম্পতি রাজ-শুভশ্রীর বাড়িতে আসছে নতুন অতিথি! হবু মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাই প্রত্যেকটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন। হবু বাবা রাজ চক্রবর্তীও আহ্লাদে আটখানা। সবসময়ে চোখে চোখে রাখছেন শুভশ্রীকে! নজরের আড়াল হতে দেয়া যাবে না একদম। আর অভিনেত্রী তাঁর এই মাতৃত্বের আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই বেবি বাম্পের ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে।

গুণে গুণে ঠিক সাত মাস। আর মাত্র ক’টা দিনের অপেক্ষা। এরপরই তো শুভশ্রীর কোল আলো করে আসবে সন্তান। গর্ভাবস্থায় মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে ছবি আপলোড করছেন অভিনেত্রী। কখনও ফ্রিজ থেকে বের করে চকোলেট খাচ্ছেন আবার কখনও বা রাজের সঙ্গে ছবি তুলে শেয়ার করছেন।

শুভশ্রীর সম্প্রতি শেয়ার করা ছবি কিন্তু ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। পেটের উপর হাত রেখে পোজ দিয়েছেন। অভিনেত্রীর মুখ জুড়ে যেন শুধুই প্রশান্তির ছায়া। ক্যাপশনও বেঁধেছেন খাসা। লিখেছেন, “নিজের শরীরের ভিতরে একটু একটু করে বাড়তে থাকা প্রাণের অনুভূতিটাই যেন জীবনের সবথেকে বড় উপহার।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English