শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

‘আমি আমার ইচ্ছার বাদশা’ বললেন মম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

‘এখনো জানি না। অনেক গল্প পেয়েছি, মোটেও আগ্রহ পাচ্ছি না। এত বছর ধরে অভিনয় করছি, একটা গল্প পড়ে তৃপ্ত হতে হবে তো।’ করোনার এই সময়ে দিন দশেক আগে নাটকে কাজ শুরু না করার কারণ প্রসঙ্গে এভাবেই বলছিলেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম।

হঠাৎ করে জানা গেল, করোনার এই সংকটেও নাটকের শুটি শুরু করেছেন। ‘স্বপ্ন নয়’ শিরোনামের এই নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী। তাহলে কি মম তাঁর পছন্দসই গল্পের দেখা পেয়েছেন কিংবা একজন পরিচালক পেয়েছেন, যাঁর সঙ্গে তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? শুটিং শুরুর প্রসঙ্গ তুলতেই মম বললেন, ‘আমি আমার ইচ্ছার বাদশা। ইচ্ছা হয়েছে, ভালো লেগেছে, তাই কাজটি করেছি।’

মম নিজেকে ইচ্ছার বাদশা কেন মনে করেন? ‘আমার জীবনে যা ইচ্ছা আমি তাই করছি। বাধ্য হয়ে কিছু করিনি। আমার মা–বাবা এভাবেই তৈরি করেছেন আমাকে। ছোটবেলা থেকে সবকিছু নিজের মতো করা, নিজের মতামতটা প্রতিষ্ঠিত করা, নিজের ইচ্ছেমতো সাবজেক্টে পড়াশোনা করা, নিজে ফাইট করে নিজের পেশায় স্ট্যাবল হওয়ার চেষ্টা করা—সবকিছুই। আমি মনে করি, অনেক কিছু ভাবতে গেলে হয়তো অনেক কিছু করতে পারতাম না, তারপরও ভাবিনি। আমার যেটা ভালো লাগে, সেটাই করতে চাই’, বললেন মম।

অভিনয়শিল্পী জাকিয়া বারী মম।
অভিনয়শিল্পী জাকিয়া বারী মম।
‘স্বপ্ন নয়’ নাটকে মমর অংশের শুটিং করা হয়েছে তাঁর বাড়িতেই। পরিচালক চয়নিকা বেশ যত্ন নিয়েই কাজটি করেছেন বলে জানালেন মম। এই নাটকে মম ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ইরফান সাজ্জাদ ও আবুল হায়াত প্রমুখ। নতুন করে আর কোনো নাটকের শুটিং করবেন কি না, জানেন না এই অভিনয়শিল্পী। বললেন, ‘সত্যি কথা বলতে, এই মুহূর্তে আর কোনো গল্পে আমি কনভিন্সড নই।’

করোনার কারণে তিন মাসের বেশি সময় ধরে নাটকের শুটিং থেকে দূরে সরে আছেন মম। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি তিনি। লকডাউন তুলে দেওয়ার পর অনেকে শুটিং শুরু করলেও মম নিজেকে শুটিং থেকে দূরে রেখেছিলেন। ‘স্বপ্ন নয়’ নাটক দিয়ে অবশেষে শুটিংয়ে ফিরলেন তিনি। কীভাবে রাজি হলেন জানতে চাইলে মজাচ্ছলে মম বলেন, ‘শুটিং করিনি, অভিনয়টা ভুলে গেছি কি না, তা টেস্ট করলাম।’

‘স্বপ্ন নয়’ আগামী জুলাইয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচার করা হবে। এই নাটকে কাজ করার পেছনে কয়েকটি কারণ সুনির্দ্দিষ্ট করে বলেছেন মম। এর মধ্যে আছে এনটিভির সদ্য প্রয়াত অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দ, নিরাপদ পরিবেশে বাসায় শুটিং, গল্প ভালো, নিজের পছন্দ এবং সম্মানজক সম্মানী।

‘স্বপ্ন নয়’ নাটকে মমর অংশের শুটিং করা হয়েছে তাঁর বাড়িতেই।
‘স্বপ্ন নয়’ নাটকে মমর অংশের শুটিং করা হয়েছে তাঁর বাড়িতেই।
গেল ঈদে মম অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। তবে সেসব নাটক নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না, একটি ছাড়া। তারপরও কেন করেছিলেন জানতে চাইলে মম বলেন, ‘কিছু কাজ করতে হয়। আমার বাসাবাড়ির খরচ আছে। ড্রাইভারের বেতন দিতে হয়। তাই বাধ্য হয়ে কিছু কাজ করি। টিআরপির আমার ১ নম্বর নাটকটি জঘন্য। আমি নিজেই দেখতে পারি না। নাটকের নামটা বলতেও চাই না। সাকিব আল হাসান যখন ক্রিজে থাকে, সব বলে চার-ছয় মারে না। মাশরাফি সব বলে উইকেট পায় না। কিছু বল ছেড়ে খেলে, কিছু বলে উইকেট পায়। এটাই পেশা যেহেতু, আমারও কিছু কাজ চোখ বন্ধ করে করতে হয়। কিন্তু এটাই যদি মান হয়, তাহলে আমি খুবই সরি। ঈদের সময় সাগর জাহানের একটি কাজ করে আমি আরাম পেয়েছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English