রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

‘আমি সবার আগে চুক্তি বাতিল করবো’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘মি টু’-এর অভিযোগ এনেছেন কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ। এমন ঘটনায় নারীদের পাশে সবাইকে থাকতে দেখা গেলেও অনুরাগের পক্ষেও রয়েছেন অনেকে। অভিনেত্রী তাপসী পান্নুও অনুরাগের পক্ষে কথা বলেছেন। তবে তিনি এ-ও বলেছন, যদি অনুরাগের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তাহলে সবার আগে তার সঙ্গে সমস্ত চুক্তি ভঙ্গ করবেন এই অভিনেত্রী।

টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘সাথ নিভানা সাথিয়া’-তে অভিনয় করা পায়েল ‘পটেল কি পঞ্জাবি শাদি’ নামক বলিউড ছবিতেও কাজ করেছেন। তবে শনিবার সংবাদ শিরোনামে আসেন অন্য কারণে। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘মি টু’-এর অভিযোগ তোলেন বাঙালি অভিনেত্রী। টুইটারে অনুরাগের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পায়েল।

শনিবার একটি টুইটে তিনি লেখেন, ‘খুব বাজেভাবে অনুরাগ কাশ্যপ আমাকে জোর করেছিলেন। পিএমও ইন্ডিয়া নরেন্দ্র মোদীজি এর বিরুদ্ধে পদক্ষেপ করুন এবং দেশকে দেখান যে, এমন একজন সৃজনশীল মানুষ আসলে কতটা শয়তান। আমি জানি এরপর আমার নিরাপত্তায় টান পড়বে। দয়া করে সাহায্য করুন।’

পায়েল এই অভিযোগ আনার পর তাপসী বলেন, ‘অনুরাগ মহিলাদের শ্রদ্ধা করেন। যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে আমি সবার আগে অনুরাগের সঙ্গে সিনেমার চুক্তি বাতিল করবো। কিন্তু তদন্ত নিরপেক্ষা হওয়া প্রয়োজন। কীভাবে মি টু আন্দোলনের সত্যতা যাচাই করা যায়, বহু বছর চেপে রাখার পর কীভাবে একজন প্রকৃত নিগৃহীতা বিচার পাবেন? এই আন্দোলনকে বিপথে চালনা করা হলে তা মহিলাদের জন্য খারাপ হবে। ক্ষমতার অপব্যবহার নির্দিষ্ট লিঙ্গের ক্ষেত্রেই হয় এমনটা নয়।’

অনুরাগের পাশে দাঁড়িয়ে তাপসী বলেন, ‘মহিলাদের প্রতি প্রচুর শ্রদ্ধা আছে অনুরাগের। ওকে কখনো খারাপ কথা বলতে শুনিনি। এমনকি যে ওর সঙ্গে প্রকাশ্যে খারাপ আচরণ করেছে তাদের সঙ্গেও নয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English