বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

আরও ২৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
আরও ২৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৭৮ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

নতুন রোগীর মধ্যে ২৩০ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ঢাকার বাইরে আছেন।

গত ১ আগস্ট থেকে প্রতিদিনই ২শ’র বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত রাজধানীতেই বেশিরভাগ রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ১০৯০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৮৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪০ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।
জানুয়ারি থেকে প্রায় ৮ হাজার ৮৫৩ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ৭২১ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় ২০০০ সালে। ওই বছর ৯৩ জন মারা গিয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English