রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার দুই ও তিন নম্বর আসামি মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফা। তাদের যথাক্রমে ঢাকা ও বগুড়া থেকে গ্রেফতার করা হয়।
সোমবার র্যাব মিডিয়া সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দিবাগত রাত সোয়া ৩টার দিকে আরমানিটোলার আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি ঘটে। ঘটনার পরের দিন অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিক ও কেমিক্যাল গোডাউন মালিকদের নামে বংশাল থানায় মামলা দায়ের করে পুলিশ।