শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার বাদ আসর গুলশানে বিএনপি চেয়ারপার্সন এর রাজনৈতিক কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্কাইপিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মোনাজাত এ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। এসময় দেশ ও জাতীর মঙ্গল কামনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার মোক্তাদির হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বেগম জিয়ার একান্ত সহকারী শিমুল বিশ্বাস, একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইমরান সালেহ প্রিন্স,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-তথ্যবিষয়ক রিয়াজ উদ্দিন নসু, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল, সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজাম, নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English