শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

আরেকটি অলৌকিক পারফরম্যান্স দেখাতে প্রস্তুত রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

লিঁওর বিপক্ষে ম্যাচের আগে গত মৌসুমে অ্যাটলেটিকোর বিপক্ষে জয়ের কথা সবাইকে মনে করিয়ে দিলেন জুভেন্টাসের গোলকিপার ভয়চেক সেজনি। সেবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে অসাধারণ এক হ্যাটট্রিক করে জুভেন্টাসকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
জুভেন্টাস কি পারবে কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবেন জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে তুলতে? এমন প্রশ্ন ইউরোপের ফুটবল আকাশে ভেসে বেড়ানোর কারণ আছে। লিঁওর মাঠ থেকে প্রথম লেগে ১-০ গোলে হেরে এসেছে তুরিনের দলটি। আগামীকাল দ্বিতীয় লেগের ম্যাচটি তারা খেলবে নিজেদের মাঠে। এই ম্যাচের আগে জুভেন্টাসের প্রতিপক্ষকে একটা হুমকিই যেন দিয়ে রেখেছেন দলটির গোলকিপার ভয়চেক সেজনি। ‘আরেকটি অলৌকিক পারফরম্যান্স উপহার দিতে প্রস্তুত ক্রিস্টিয়ানো’—সতীর্থকে নিয়ে এমন বিশ্বাসের কথা বলেছেন জুভেন্টাসের গোলকিপার।

আরেকটি অলৌকিক কেন? গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে একটু চোখ বুলিয়ে আসলেই এটা স্পষ্ট হয়ে যাবে। গত মৌসুমে এই শেষ ষোলোতেই একই পরিস্থিতিতে পড়েছিল জুভেন্টাস। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে প্রথম লেগের ম্যাচটি তারা হেরেছিল ২-০ গোলে। কিন্তু দ্বিতীয় লেগে আর ভুল করেনি জুভরা। অ্যাটলেটিকোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নেয় তারা। সেবার ম্যাচটি আসলে জিতিয়েছিলেন রোনালদো একা। অসাধারণ এক হ্যাটট্রিক করেছিলেন দলটির পর্তুগিজ ফরোয়ার্ড।

লিঁওর বিপক্ষে ম্যাচের আগে গত মৌসুমে অ্যাটলেটিকোর বিপক্ষে সেই জয়ের কথা সবাইকে মনে করিয়ে দিলেন সেজনি, ‘আমার কাছে মনে হয় দল পুরোপুরি তৈরি। গত বছর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে দলে যেমন আবহ ছিল, এবারও সেটাই দেখতে পাচ্ছি আমি। এ বছরও আমরা একই রকমভাবে জয় পেতে পারি, যেতে পারি পরের রাউন্ডে।’

কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। লিঁওকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিতে বড় ভূমিকা অবশ্য রাখতে হবে রোনালদোকেই। এবারও কি একটি হ্যাটট্রিক করতে পারবেন রোনালদো? সেজনির উত্তর, ‘আবার রোনালদোর হ্যাটট্রিক? পৃথিবীতে কারওরই সন্দেহ নেই যে রোনালদো আবারও একটি হ্যাটট্রিক করতে পারে। গুরুত্বপূর্ণ সময়ে পার্থক্য গড়ে দিতে পারার বিষয়টি তার জন্য সহজাত। আরেকটি অলৌকিক ঘটনা ঘটানোর জন্য সে প্রস্তুত।’

লিঁওর বিপক্ষে ম্যাচে জুভেন্টাসের অনুপ্রেরণার কোনো অভাব নেই বলেও জানালেন সেজনি, ‘আমরা গুরুত্বপূর্ণ একটি গোলের জন্য খেলব। অনুপ্রেরণা খুঁজে নেওয়া তাই কঠিন কিছু নেই। আমরা সবাই এ ম্যাচ নিয়ে মনোযোগী। লিঁওর খেলোয়াড়েরা শারীরিক দিক থেকে ফিট আছে। ওরা ম্যাচটি খেলার জন্য প্রস্তুত। দেখি কোয়ার্টার ফাইনালে কোন দল যায়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English