ক’দিন আগে ন্যাপোলির ঘরের মাঠ স্তাদিও সান পাওলোর নাম বদলে রাখা হয় স্তাদিও দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। এবার তার প্রতি শ্রদ্ধাস্বরূপ আর্জেন্টিনার ব্যাংক নোটে এই কিংবদন্তির ছবি চান তাদেরই এক সিনেটর।
সোমবার কংগ্রেসে এমন প্রস্তাব পেশ করেন আর্জেন্টিনার সিনেটর নরমা দুরাঙ্গো। ম্যারাডোনাকে স্মরণে রাখতে দেশটির এক হাজার পেসো (আর্জেন্টিনার মুদ্রা) নোটে হ্যান্ড অব গডের ছবি চান তিনি। এ মুহূর্তে এক হাজার পেসোতে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফস হর্নরোর ছবি রয়েছে। সেখানটায় ম্যারাডোনাকে চান দুরাঙ্গো।
এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘উদ্দেশ্য হলো ম্যারাডোনাকে স্মরণীয় করে রাখা। সে ভালো হোক আর খারাপ, আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় তারকা সে। আর যখন বিদেশিরা আমাদের দেশে আসবে তখন তারাও চাইবে ম্যারাডোনাকে নিজের সঙ্গে রাখতে। বিষয়টি নিয়ে আমি এরই মধ্যে বেশ ইতিবাচক সাড়া পেয়েছি, আবার অনেকে এর বিরোধিতাও করেছেন।’ ‘৮৬ বিশ্বকাপের কথা এলেই মনে পড়বে ম্যারাডোনাকে। ইংল্যান্ডকে হারিয়ে সেবার আর্জেন্টিনাকে সোনালি ট্রফিটা উপহার দিয়েছিলেন তিনি। হয়তো হাত দিয়ে গোল করায় বিতর্ক দিয়েগোর পিছু ছাড়েনি, তবু তাকে বসানো হয় সেরার আসনে।