অপরাধী বিস্ময়ে বিমূঢ় হবে
আর যখন সে সময়টি (হাশরের মাঠে) সমাগত হবে, সে দিন অপরাধী বিস্ময়ে বিমূঢ় হয়ে যাবে। (এখানে অপরাধী বলতে দুনিয়ায় যারা হত্যা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে শুধু তাদের কথা বলা হয়নি বরং যারা আল্লøাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাঁর রাসূলদের শিক্ষা ও পথনির্দেশ ও আখিরাতে জবাবদিহি অস্বীকার করে এবং আল্লøাহর পরিবর্তে অন্যদের অথবা নিজের প্রবৃত্তিরন দাসত্ব করে তাদেরকে বোঝানো হয়েছে)। (সূরা রুম : ১২)