শিরক নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন। আর যে-ই আল্লাহর সাথে শরিক করে, সে এক মহাপাপ রটনা করে। (সূরা আন নিসা : ৪৮)