মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় ওঠার পর থেকেই জান্নাতুল ফেরদৌস ঐশী ঠিক করে রেখেছিলেন সিনেমাতেই অভিনয় করবেন। সুযোগও মিলেছে। এই গ্ল্যামারকন্যা ইতোমধ্যে শেষ করেছেন ৪টি সিনেমার কাজ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে একটি সিনেমাও মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ধৈর্য্য ধরে আছেন নবাগত এই নায়িকা।
বড় পর্দা দিয়েই নিজের এন্ট্রিটা হোক এটাই তিনি চান। যার কারণে ওয়েব ফিল্ম, সিরিজের প্রস্তাব আসলেও ফিরিয়ে দিচ্ছেন।
ঐশী বলেন, এতদিন যেহেতু অপেক্ষা করেছি আরও কিছুদিন অপেক্ষা করতে চাই। আমি চাই আমাকে দর্শক ভালোভাবে দেখুক। বড় পর্দায় যে কাজগুলো করেছি সেগুলো নিয়ে আমি আশাবাদী। দর্শকদের ভালো লাগার মতো কাজ।