সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

ইউরোপের সোনার ছেলে হরলান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

২০২০ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান সেনসেশন আর্লিং ব্রট হরলান্ড।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে থাকে ইতালিয়ান দৈনিক টুট্টোস্পোর্ট। তাদের এবারের গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হরলান্ড। তিনি এখন নরওয়ে নয়, ইউরোপের সোনার ছেলে।

গতবার এ পুরস্কার জিতেছিলেন পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্স। এবার সেটি গেল বরুশিয়ার তরুণ ফরোয়ার্ডের হাতে। ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হরলান্ড।

এ পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ জ্যাডন সানচো, বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউড এবং বার্সেলোনার আনসু ফাতিকে।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি গোল করেছেন হরলান্ড। এর মধ্যে ১৬টি তিনি করেছেন বরুশিয়ার জার্সি গায়ে। জার্মান ক্লাবটিতে যোগ দেয়ার আগে বাকি ২৮ গোল করেছেন অস্ট্রিয়ার চ্যাম্পিয়ন দল সালজবুর্গের হয়ে।

চলতি মৌসুমেও আগুনে ফর্মে আছেন ২০ বছর বয়সী হরলান্ড। এখন পর্যন্ত বুন্দেসলিগায় ছয় ম্যাচে ছয় গোল করে ফেলেছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরও চারটি। সব মিলিয়ে এ মৌসুমে ১১ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English