বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:১২ অপরাহ্ন

ইউরোপে পাকিস্তান এয়ারলাইনসের ফ্লাইট ৬ মাস নিষিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন
কঠোর বিধিনিষেধে চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট

ইউরোপীয় দেশগুলোতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল হয়ে গেছে। কিছুদিন আগের এক তদন্তে পাকিস্তানি পাইলটদের প্রায় এক-তৃতীয়াংশ দুর্নীতির মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করেছেন, এমন তথ্য বেরিয়ে আসার পরপরই নিরাপত্তা শঙ্কায় এ সিদ্ধান্ত নিল ইউরোপীয় সংস্থাটি।

পিআইএ’র কাছে পাঠানো এক চিঠিতে ইএএসএ জানিয়েছে, তারা এয়ারলাইনটির নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখতে পেয়েছে। ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে তাদের ওপর ছয় মাসের এই নিষেধাজ্ঞা। একইভাবে আরেক পাকিস্তানি এয়ারলাইন ভিশন এয়ারের ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইএএসএ। খবরগালফ নিউজ, আল জাজিরার।

গত শুক্রবার পাকিস্তানের বিমান পরিবহন মন্ত্রী জানান, পিআইএ’র ৪৩৪ পাইলটের মধ্যে ১৫০ জনকে চাকরিচ্যুত করা হয়েছ। এর আগে তিনি জানিয়েছিলেন, দেশটিতে কর্মরত ৯৬০ পাইলটের মধ্যে ২৬২ জনই পরীক্ষায় দুর্নীতি করে লাইসেন্স নিয়েছেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

এর আগে আরেক তদন্তে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পেছনে বড় ধরনের মানবঘটিত ত্রুটি খুঁজে পায় কমিটি। গত ২২ মে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পিআইএ’র ওই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯৮ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English