ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির তিক্ততা চলে আসছে। তবে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য দেশ দুইটির মধ্যে সেই তিক্ততার পরিমাণ আরও বাড়াবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি রবিবার বলেন, ওয়াশিংটন সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তেহরান ২০১৫ সালের চুক্তিতে ফিরবে না।
এরপরই এর জবাবে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র প্রথমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। বাইডেনের ভাষায়, যতক্ষণ ইরান পারমাণবিক চুক্তির শর্ত না মানবে, যুক্তরাষ্ট্র ততক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।
সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন এই প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়, ইরানকে আলোচনায় ফেরাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন কি না। এর জবাবে না বলেন বাইডেন।
এসময় বাইডেনকে আরও প্রশ্ন করা হয়, তাদের কি তাহলে প্রথমে ইউরেনিয়ামসমৃদ্ধ করা বন্ধ করতে হবে? জবাবে হ্যাঁ সূচক মাথা নাড়েন বাইডেন।