মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

ইসরাইলকে অবশ্যই এনপিটিতে স্বাক্ষর করতে হবে: ইরান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

ইরান বলেছে, নিঃশর্তভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করতে বিশ্ববাসীর উচিত ইসরাইলকে চাপ দেয়া।

ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি শুক্রবার এ দাবি জানান। খবর ইরান প্রেসের।

আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে তিনি ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচিকে বিশ্বশান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেন।

কাজেম গরিবাবাদি বলেন, ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা এনপিটিতে যোগ দিতে রাজি হয়নি।

ইরানের প্রতিনিধি বলেন, ইহুদিবাদী ইসরাইল সমস্ত আন্তর্জাতিক নিয়ম-কানুন এবং প্রথা ভেঙে গোপনে তার পরমাণু সক্ষমতা বাড়িয়েছে; যা বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইসরাইলের ওপরে চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে উল্লেখ করেন ইরানের প্রতিনিধি কাজেম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English