রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

উইন্ডিজদের বিপক্ষে হোয়াইটওয়াশ নিয়ে যা বললেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

ইনজুরির কারণে উইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খেলা হয়নি সাকিব আল হাসানের। মাঠের বাইরে বসে আনকোরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সতীর্থদের অসহায় আত্মসমর্পণ করতে দেখেছেন। সাকিববিহীন বাংলাদেশ ঘরের মাঠে ৯ বছর পর উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে।

ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থার শুভেচ্ছাদূত সাকিব আজ সংস্থাটির অনলাইন প্রচারণার সময় দলের পারফর্মেন্স নিয়ে বলেন, ‘ভেবেছিলাম ক্রিকেট নিয়ে কথা বলব না। তবু বলতে হচ্ছে। যেকোনো খেলাতেই জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি, সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

যদিও গতকাল রবিবার ম্যাচ হারের পর মুমিনুল হক বলেছিলেন, গত ২০ বছরে টেস্টে বাংলাদেশের কোনো উন্নতিই হয়নি। নিজেদের সব ব্যর্থতাও তিনি স্বীকার করে নিয়েছিলেন। যথারীতি প্রতিশ্রুতি দিয়েছিলেন সামনের শ্রীলঙ্কা সিরিজে ভালো করার। সে যাই হোক, সাকিবকে আরও একটি সিরিজ মিস করবে বাংলাদেশ। তৃতীয় সন্তান জন্ম উপলক্ষে তিনি আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English