সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

উইন্ডিজ সিরিজে কমছে একটি টেস্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

করোনা বাস্তবতা মেনে নিয়ে টেস্টখেলুড়ে প্রায় সব দেশই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে শুরু করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপকে অগ্রাধিকার দিয়ে খেলা আয়োজনে উদ্যোগী হয়েছে বোর্ডগুলো। নিউ নরমাল সময়ে সিরিজের দৈর্ঘ্য কম রাখতে কোনো কোনো দেশ তিন সংস্করণের সিরিজ দুই ভাগেও খেলবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি আট দলের সঙ্গে তাল মিলিয়ে ২০২১ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশও। প্রত্যাবর্তনের সিরিজের দৈর্ঘ্য ছোট করতে একটি টেস্ট ম্যাচ কমানোর চেষ্টা করছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লিউসিএ) লিখিত প্রস্তাবও দেওয়া হয়েছে। ডব্লিউসিএ রাজি হলে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তিন ওয়ানডে, দুটি টি২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

এ বছর জুন-জুলাই মাসে ইংল্যান্ডে তিন টেস্টের সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডাররা তিন টেস্টের সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে। প্রথম দল হিসেবে জানুয়ারিতে ঢাকায় পা রাখবে তারা। তবে সফর কিছুটা পিছিয়ে ৪ জানুয়ারির পরিবর্তে ৮ বা ১০ জানুয়ারি থেকে হতে পারে। বিসিবি থেকে সেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে।

প্রত্যাবর্তনের হোম সিরিজের পরিবর্তনের প্রস্তাবনা নিয়ে জানতে চাওয়া হলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমার জানা মতে আগে যে যে খেলা ছিল সেগুলোই থাকছে। বোধহয় কোনো পরিবর্তন হচ্ছে না।’ বিসিবির অন্য একটি সূত্র থেকে জানা গেছে, ক্রিকেটারদের লম্বা সময় বায়ো-বাবলে না রাখার চিন্তা থেকেই টেস্ট কমানোর চেষ্টা। টেস্ট ম্যাচ একটি কমে গেলে এক মাসেরও কম সময়ে তিন সংস্করণের খেলা শেষ করা যাবে।

বিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী ওয়ানডে, টি২০-র পর হবে টেস্ট সিরিজ। এই সিরিজ আয়োজনের মহড়া দিতেই নতুন নতুন টুর্নামেন্ট করছে বোর্ড। ভিন্ন ভিন্ন টুর্নামেন্ট দিয়ে বায়োসিকিউর বাবলে অভ্যস্ত করা হচ্ছে ক্রিকেটারদের। বিসিবির মেডিকেল বিভাগও নিজেদের দক্ষতা বাড়িয়ে নিচ্ছে। যে কারণে ধাপে ধাপে এগোচ্ছে খেলাগুলো। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট খেলেছেন তামিম ইকবালরা।

২৫ নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে করপোরেট টি২০ টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ। পাঁচ দলের এই টুর্নামেন্টের সব খেলা টিভিতে সম্প্রচার করা হবে। বঙ্গবন্ধু কাপের সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাখার পরিকল্পনা করা হলেও আন্তর্জাতিক খেলা হবে দুই ভেন্যুতে। ক্যারিবীয় বোর্ডের কাছে ‘ট্যুর প্ল্যান’ও চলে গেছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে গেছে বায়ো-বাবল প্ল্যান।

এদিকে, জানুয়ারির হোম সিরিজ নিয়ে জাতীয় দলের কোচিং স্টাফের একাগ্রতাও চোখে পড়ার মতো। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচের আগে দেশে ফেরা রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক ফিরছেন বঙ্গবন্ধু কাপের খেলা চলাকালে। আকরাম খান জানান, মাঠে উপস্থিত থেকে খেলা দেখবেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English