ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলার গত শনিবার বজ্রপাতে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও ২৯ জন।
দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আলাহবাদে ৮ জন, মির্জাপুরে ৬ জন কাউশাম্বিতে ২ জন এবং জৈনপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ত্রাণ কমিশন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রপাতে প্রয়াগরাজে ৯ জন, মির্জাপুরে ১০ জন এবং কাউশাম্বিতে ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে নিহতদের পরিবারে ৪ লাখ করে রুপি দেয়ার নির্দেশ দিয়েছেন।