শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

উত্থান দিয়েই সপ্তাহ পার করল শেয়ারবাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৫৯ জন নিউজটি পড়েছেন

সূচকের উত্থানে সপ্তাহ শেষ হলো দেশের দুই শেয়ারবাজারের। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৯ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯৬ পয়েন্ট।

সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল শেয়ারবাজারে। চলতি সপ্তাহে এক দিন ছুটি থাকায় চার কার্যদিবস লেনদেন হয়। এর মধ্যে তিন কার্যদিবসেই সূচক বেড়েছে। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৩৩৯ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ২০৭ কোটি টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১২০ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪ টির, কমেছে ১৩০ টির, অপরিবর্তিত আছে ২১ টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, গ্রামীণফোন, আইএফআইসি, বারাকা পাওয়ার ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬ টির, কমেছে ৯৯ টির, অপরিবর্তিত আছে ২৭ টির দর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English