রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

এক নজরে দেখে নিন ধোনির যত অর্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

সময়টার কোনো বাড়তি গুরুত্ব নেই। ভারতীয় সময় ৭টা ২৯ মিনিট। কিন্তু এ সময়টা দেশটির ক্রিকেট ভক্তরা মনে রাখবেন বহুদিন। কারণ আজ সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে অবসরের ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বলেছেন, এ সময়ের পর থেকে তাঁকে অবসরপ্রাপ্ত বলে ভাবতে। ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ থেকে নিজেকে মুক্ত করে নিলেন ধোনি।

ইনস্টাগ্রাম ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় বলে দিয়েছেন ধোনি। একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্টই জেতার কৃতিত্ব দেখিয়েছেন। ভারতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জেতানোর পর চ্যাম্পিয়নস ট্রফিও এনে দিয়েছেন। সব সংস্করণ মিলে করেছেন ১৭ হাজার ২৬৬ রান। উইকেটরক্ষক হিসেবে স্টাম্পিংয়ের রেকর্ড গড়া ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হচ্ছে ৮২৯ ডিসমিসালে। একটা আন্তর্জাতিক উইকেটও পেয়েছেন বোলিং করে।

এক নজরে ধোনির সব অর্জন দেখে নেওয়া যাক:

আন্তর্জাতিক অভিষেক: ২৩ ডিসেম্বর, ২০০৪

শেষ আন্তর্জাতিক ম্যাচ: ১০ জুলাই, ২০১৯

অবসর: ১৫ আগস্ট, ২০২০

ব্যাটিং ক্যারিয়ার:

সংস্করণ

ম্যাচ

রান

গড়

সেঞ্চুরি

টেস্ট

৯০

৪৮৭৬

৩৮.০৯

ওয়ানডে

৩৫০

১০৭৭৩

৫০.৫৭

১০

টি-টোয়েন্টি

৯৮

১৬১৭

৩৭.৬০

কিপিং ক্যারিয়ার:

সংস্করণ

ম্যাচ

ক্যাচ

স্টাম্পিং

টেস্ট

৯০

২৫৬

৩৮

ওয়ানডে

৩৫০

৩২১

১২৩

টি-টোয়েন্টি

৯৮

৫৭

৩৪

বোলিং ক্যারিয়ার:

সংস্করণ

ম্যাচ

বল

রান

উইকেট

টেস্ট

৯০

৯৬

৬৭

ওয়ানডে

৩৫০

৩৬

৩১

টি-টোয়েন্টি

৯৮

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English