রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

‘এটা টি-টোয়েন্টি, টেস্ট নয়’—কোহলিকে পিটারসেনের খোঁচা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

কেভিন পিটারসেনের অভ্যাসটা আর গেল না! আজ একে খোঁচা মারছেন, তো কাল ওকে। সাবেক ইংলিশ ব্যাটসম্যানের এবারের শিকার ভারত অধিনায়ক বিরাট কোহলি। অথচ বেচারা কোহলি খোঁচা খাওয়ার মতো কিছু করেনই-নি!
সংযুক্ত আরব আমিরাতে আর ১৬ দিন পর শুরু হবে এই মৌসুমের আইপিএল। এরই মধ্যে দলগুলো চলে গেছে সেখানে, পুরোদমে চলছে অনুশীলন। যথারীতি অনুশীলনে বেশ ঘাম ঝরাচ্ছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়কের এত অনুশীলনের এক ছবি নিয়েই খোঁচা পিটারসেনের।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আজ তিনটি ছবি দিয়েছেন কোহলি। প্রথমে দেখা যাচ্ছিল, অনুশীলনে ব্যাট হাতে দারুণ ভঙ্গিতে বল ঠেকাচ্ছেন ৩১ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান। পরের ছবিটি সতীর্থদের সঙ্গে ফুটবল খেলার। এর পরের ছবিটি অনুশীলনের ধকল কাটাতে কোহলি কী করেন, সেটি বলে। বরফস্নান করছিলেন কোহলি। একেবারে যথাযথ অনুশীলন সেশন যাকে বলে! তিনটি ছবি দিয়ে ক্যাপশনে তা-ই লিখেছেন কোহলি, ‘যথাযথ সেশন + আর্দ্রতাও একেবারে ঠিকঠাক + রিকভারিও হয়েছে দারুণ।’ তিনটির যোগফল হিসেবে সমান চিহ্ন দেখিয়ে পরে হাসির ইমোজি দেওয়াটা বলে, এসবই কোহলির কাছে উপভোগ্য। অনুশীলনও এত উপভোগ করেন বলেই হয়তো সময়ের সেরা ক্রিকেটারদের একজন ভারত অধিনায়ক।

এখানে অবশ্য ভারত নয়, কোহলির পরিচয়—তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক। ইনস্টাগ্রাম পোস্টে রয়্যাল চ্যালেঞ্জার্সকে ট্যাগও করেছেন কোহলি। ভক্তরা স্বাভাবিকভাবেই প্রিয় তারকার এমন নিবেদন দেখে খুশি। কিন্তু পিটারসেন এখানেও একটু খোঁচা মারার লোভ সামলাতে পারলেন না! কোহলি ডিফেন্সিভ শট খেলছেন দেখে সাবেক ইংলিশ ব্যাটসম্যানের খোঁচা, ‘চালিয়ে যাও তো! এটা টি-টোয়েন্টি, টেস্ট নয়!’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাঁর স্ট্রাইক রেট ১৩৮.২৪, আইপিএলে ১৩১.৬১, সেই কোহলিকে এমন কথা! পিটারসেন নিজে আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন, কোহলি কতটা আক্রমণাত্মক ব্যাটসম্যান, তা-ও ভালোই জানেন। তবু মজা করতেই বলা আর কি!

তবে এবারের অনুশীলনে হয়তো আগের চেয়েও বেশি ‘সিরিয়াস’ হবেন কোহলি। এক-এক করে ১২টি বছর কেটে গেল। কোহলির অপেক্ষা যে আর ফুরায় না! দলে এবি ডি ভিলিয়ার্সের মতো সঙ্গীও পেয়েছেন অনেক দিন ধরেই, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্সকে কখনো আইপিএল জেতানো হয়নি কোহলির! তিনবার ফাইনালে অবশ্য উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English