২৪ দলের ইউরো এখন আট দলের। শেষ ষোলো শেষে আজ কোয়ার্টার ফাইনালের আট দল পেয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। বিদায় নিয়েছে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও নেদারল্যান্ডসের মতো সাবেক চ্যাম্পিয়নরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি হাতে তোলার লড়াইয়ে এখনো টিকে আছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন, ইতালি ও ডেনমার্ক। ইংল্যান্ড, ইউক্রেন, সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও বেলজিয়ামকে হাতছানি দিচ্ছে প্রথম শিরোপা।
কে চ্যাম্পিয়ন হবে এবারের ইউরোতে, সেই প্রশ্নের উত্তর মিলে যাবে আগামী ১১ জুলাই রাতে। সেই রাতে কোন দলের হাতে উঠবে ট্রফি, টিকে থাকা কোন দলকে আপনি যোগ্য মনে করেন ইউরোপসেরা হিসেবে? মতামত জরিপে অংশ নিয়ে আপনি তা জানাতে পারেন।
পছন্দের দলকে কিংবা সম্ভাব্য চ্যাম্পিয়নদের ভোট দেওয়ার আগে ফাইনালে ওঠার পথটা একবার জেনে নিলে কেমন হয়। বেলজিয়াম, ইতালি, স্পেন ও সুইজারল্যান্ড—এই চার দল পড়েছে ড্রয়ের এক অর্ধে। যার অর্থ এদের একটি ফাইনালে উঠবেই। অন্য অর্ধে আছে ইংল্যান্ড, ইউক্রেন, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র।
প্রথম কোয়ার্টার ফাইনালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। জার্মানির মিউনিখে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ইতালি খেলবে ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামের বিপক্ষে।
শেষ আটের তৃতীয় ম্যাচে আজারবাইজানের বাকুতে মুখোমুখি চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। একই দিনে শেষ কোয়ার্টার ফাইনালে রোমে আন্দ্রিই শেভচেঙ্কোর ইউক্রেনের বিপক্ষে খেলবে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।