শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

এবার ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে টিকটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীনা ভিডিও অ্যাপ টিকটক।

ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যাবে। খবর বিবিসির

ওয়াশিংটনের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সংস্থাটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে সরবরাহ করতে পারে। যদিও বাইটড্যান্স এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

টিকটক জানিয়েছে, তারা প্রায় এক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, আইনের শাসনের লঙ্ঘন ঠেকাতে এবং আমাদের কোম্পানি ও ব্যবহারকারীদের সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিত করতে নির্বাহী আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ছাড়া আমাদের কোন উপায় নেই।

শুক্রবার একদল চীনা-আমেরিকানও সোশ্যাল মিডিয়া অ্যাপ উইচ্যাট নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া একই রকম নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেছে। উইচ্যাট চীনা সংস্থা টেনসেন্টের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ৮০ মিলিয়ন।

গত ৬ আগস্ট টিকটক ও উইচ্যাট নিয়ে নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প প্রশাসন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ৪৫ দিন পরে টিকটকের মালিকানাধীন সংস্থা বাইটডান্সের সঙ্গে কোনও লেনদেন করা যাবে না।

ওই আদেশে আরও বলা হয়, টিকটক স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থানগত তথ্য, ব্রাউজিং, সার্চ হিস্টোরি প্রভৃতি সংগ্রহ করে। এতে চীনা সরকারের হাতে মার্কিন নাগরিকের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ নানা তথ্য চলে যায়। এতে সরকারি কর্মকর্তা ও চুক্তিভিত্তিক কর্মীদের প্রোফাইল তৈরি করে গোয়েন্দাগিরি করা যায়। এটি স্পষ্টতই মার্কিন নাগরিকদের জন্য হুমকিস্বরূপ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English