শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

এবার বরগুনায় পুকুরে ২ কেজি ওজনের ইলিশ

অনলাইন সংস্করণ
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৬৪ জন নিউজটি পড়েছেন
এবার বরগুনায় পুকুরে ২ কেজি ওজনের ইলিশ

বরগুনার তালতলী উপজেলায় একটি পুকুরে ২ কেজি ওজনের একটি ইলিশ পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ভিড় করেন এলাকার সাধারণ মানুষ।

সোমবার (২২ মার্চ) উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাওসার হাওলাদারের পুকুরে ইলিশ মাছটি পাওয়া যায়।

কাওসার হাওলাদার জানান, আমার পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় বিশাল আকৃতির এ ইলিশটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় দুই কেজি।

তার ধারণা, বর্ষা মৌসুমে খাল বিলের সাথে তার পুকুরটিও তলিয়ে যায়। এ সময় নোনা পানির সঙ্গে এই ইলিশটিও পুকুরে ঢুকে পড়েছে। তাজা ইলিশ দেখতে আসা কয়েকজন গ্রামবাসী বলেন, কখনো তাজা ইলিশ দেখিনি। দেখে অনেক ভালো লাগছে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ইলিশ মাছ পুকুরে অনেক দিন বাঁচে। সাধারণত ডিম পাড়ার সময় মা ইলিশ নদীতে চলে আসে। এ সময় খাল-বিলে অন্তত ছয় মাস তারা থাকে। সেখান থেকে হয়তো ওই পুকুরে মাছটি আটকা পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English