ক্লিওপেট্রাকে নিয়ে পাতার পর পাতা ভরিয়েছেন ইতিহাসবিদরা। তবে এবার সে ইতিহাসকে সিনেমার আঙ্গিকে আধুনিকতার রংতুলিতে আঁকতে যাচ্ছেন প্যাটি জেনকিন্স। আর সেই সিনেমায় সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করবেন ওয়ান্ডার ওম্যান চরিত্রের অভিনেত্রী গাল গাদোত।
এ বিষয়ে ইন্সটাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে গাদোত লেখেন, ‘মিসরের রানী, ক্লিওপেট্রার চরিত্রে অভিনয়ের জন্য জেনকিন্স ও ক্যালোগ্রিডিস আমাকে বেছে নিয়েছেন। বড়পর্দায় হয়তো এভাবে আর কখনই এই রানীকে দেখানো হয়নি। নারীর দৃষ্টিতেই ফুটিয়ে তোলা হবে ক্লিওপেট্রার চরিত্র। ‘ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল’ দিবসে এই ঘোষণা দিতে পেরে আমার নিজেরই আনন্দ হচ্ছে।’
এর আগে ১৯৬৩ সালে ক্লিওপেট্রাকে নিয়ে নির্মিত হয়েছিল ‘কুইন অফ নাইল’ সিনেমা। সেখানে ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী এলিজাবেথ টেইলর। জোসেফ এল মানকিউজ পরিচালিত সিনেমাটি চারটি অস্কার জয় করে।
প্রসঙ্গত, প্যাটি জেনকিন্সের নির্মিতব্য সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন লাইটা ক্যালোগ্রিডিস।