বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও একজন সদস্য মারা গেছেন। তিনি হলেন কনস্টেবল তৌহিদুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

তৌহিদুল ইসলাম স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ নিয়ে করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে দায়িত্ব পালনকালে ৩৭ পুলিশ সদস্যের মৃত্যু হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English