নওগাঁর করোনা রোগী আজাদ আলীর (৩০) লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফেলে পালিয়েছে তার ভাই-ভাবী।
শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের বাড়ি নওগাঁর পত্মীতলা উপজেলার জামগ্রামে।
হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তরে স্বজনদের ফোন করেও না পেয়ে রাতেই স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনে খবর দেয়।
এদিকে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানান, রাতেই হাসপাতালে মৃতের ভাই-ভাবীর দেখা পায়। তাদের লাশ নিতে বললে তারা জানায়, মৃত আজাদের লাশ গ্রামে নিয়ে গেলে দাফনে বাধা দেয়া হবে, এই বলেই তারা হাসপাতাল থেকে সটকে পড়ে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আইসিইউর সামনে গিয়ে স্বেচ্ছাসেবী সদস্যরা মৃতের ভাই-ভাবী বা স্বজনদের কাউকেই পায়নি। তাদের দেয়া দুইটি নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সাথে চেষ্টা করেও যোগাযোগ করতে পারে নি।
বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান হয়েছে।