মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৫১ অপরাহ্ন

করোনার টিকা লাগবেই না বেশিরভাগ মানুষের: অক্সফোর্ডের বিশেষজ্ঞের দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে শতাধিক গবেষণা চললেও বেশিরভাগ মানুষেরই করোনার টিকা নেওয়ার দরকার হবে না বলে মনে করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মহামারি বিশেষজ্ঞ।

অধ্যাপিকা সুনেত্রা গুপ্ত নামের এই ভারতীয় বাঙালি বিশেষজ্ঞের দাবি, যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনো বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেই করোনায় বিশেষ ঝুঁকি রয়েছে। একইভাবে সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরও ঠিক ততটাই ঝুঁকি রয়েছে।

ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কার জয়ী এই অক্সফোর্ড গবেষক বলেন, যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রতিষেধক করোনায় স্বাস্থ্যহানির ঝুঁকি কমানোর পক্ষে সহায়ক হতে পারে। তবে অধিকাংশ মানুষেরই ক্ষেত্রেই এই ভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

তার মতে, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এ ক্ষেত্রে মৃত্যুর হার কম, তাই প্রতিষেধক এসে গেলে খুব সহজেই করোনার মোকাবেলা সম্ভব হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English