করোনার নমুনা পরীক্ষায় ফি আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়। তারা অবিলম্বে এই ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মহানগর সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদার, সন্তু মিত্র, শহীদুল ইসলাম, নুরুল হক প্রমুখ।
বক্তারা বলেন, করোনা পরীক্ষার জন্য হাসপাতালে গিয়ে টেস্ট করলে ২শ’ টাকা আর বাসায় গিয়ে টেস্ট করলে ৫শ’ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, তারা মানুষের জন্য চিন্তা করে না। তারা স্বাস্থ্য খাতের দুর্নীতির লাগাম টেনে ধরতে না পেরে এখন মানুষের পকেট কাটছে। আমরা অবিলম্বে এই ফি বাতিলের দাবি জানাই।