সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

করোনার মধ্যে পাঁচ দিনের পার্টি নেইমারের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

কিছুদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা দিয়েছিল অবাক করা এক খবর। অবশ্য ব্রাজিল তারকা নেইমারের পার্টি-প্রিয়তার কথা মাথায় রাখলে সেটাকে অবাক করা খবর বলেও মনে হয় না। মনে হয়, এটাই তো স্বাভাবিক নেইমারের ক্ষেত্রে!

মার্কা জানিয়েছিল, ৫০০ জনকে নিয়ে বড়দিনের পার্টি করেছেন নেইমার। গোপনীয় এই পার্টিতে নেইমার আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন, যাতে ডিসকোর শব্দ বাইরে থেকে কেউ না শুনতে পায়। মার্কা ও ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, যেহেতু ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যায়নি, সেহেতু পার্টির অনেক তথ্যই এখনো অজানা। আর সেটাও এমনভাবে করেছেন, যাতে বাইরের কেউ না বুঝতে পারেন। যদিও সে পার্টি সম্পর্কে এর চেয়ে বেশি কিছুই জানা যায়নি। করোনাভাইরাসের মধ্যে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ নেইমার কেন করলেন, তা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছিল। এখন জানা গেছে, অমন কিছুই করেননি নেইমার।

অমন কিছু যে করেননি, সেটা বিবৃতি দিয়ে জানিয়েছে ‘এজেন্সিয়া ফ্যাব্রিকা’। তারা জানিয়েছে, ৫০০ জন নিয়ে নেইমারের পার্টি করার খবরটা ভুয়া। কিন্তু এরপরই তারা যা জানিয়েছে, তাতে নেইমারকে নিয়ে সমালোচনা বাড়বে বৈ কমবে না!

এজেন্সিয়া ফ্যাব্রিকা জানিয়েছে, ৫০০ জন নিয়ে পার্টি করেননি নেইমার। এমনকি ভবিষ্যতেও ৫০০ জনকে নিয়ে পার্টি করার কোনো ইচ্ছা নেই এই তারকার। তবে পার্টি অবশ্যই করবেন। সেটা বড়দিন নয়, বরং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। যে পার্টি ৫০০ জন নয়, আসবেন ১৫০ জনের মতো। কিন্তু কে এই এজেন্সিয়া ফ্যাব্রিকা? তাদের ওপরেই নেইমার পার্টি আয়োজন করার দায়িত্ব দিয়েছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রাজিলের রিও ডি জেনিরোর কোস্তা ভার্দে এলাকায় ১৫০ জনকে নিয়ে একটা পার্টির আয়োজন করতে চলেছে এজেন্সিয়া ফ্যাব্রিকা। সব স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আয়োজন করা হচ্ছে পার্টিটা। কোম্পানিটা আরও জানাচ্ছে, এটা একটা ব্যক্তিগত পার্টি। এর জন্য কোনো টিকিট বিক্রি করা হবে না।

জানা গেছে, নতুন বছরের পার্টি পাঁচ দিন ধরে চলবে। কিছুদিন আগেই চোটে পড়া নেইমার ফ্রান্স ছেড়ে ব্রাজিলে এসেছেন বেশ কিছুদিন হলো। নিজের দেশেই কাটাচ্ছেন বড়দিনের ছুটি। এর মধ্যেই করোনাভাইরাসের নিয়মনীতি তোয়াক্কা না করে সমালোচনার জন্ম দিচ্ছেন একের পর এক।

করোনাভাইরাসের কারণে এমনিতেই ব্রাজিলের অবস্থা বেশ খারাপ। বিশ্বের যেসব দেশে করোনা সবচেয়ে বাজেভাবে আঘাত হেনেছে, ব্রাজিল তাদের অন্যতম। বলা হচ্ছে, এরই মধ্যে করোনার কারণে প্রায় দুই লাখ মানুষ মারা গেছেন দেশটিতে। এর মধ্যেই নেইমারের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ জন্ম দিয়েছে ক্ষোভের।

লিঁওর বিপক্ষে গোড়ালির চোটে পড়েছেন নেইমার। জানা গেছে, আগামী বছরের আগে আর মাঠে দেখা যাবে না এই ব্রাজিল তারকাকে। এর মধ্যেই ছাঁটাই হয়েছেন নেইমারদের ক্লাব কোচ টমাস টুখেল। চ্যাম্পিয়নস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English