রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

করোনায় ক্ষতিগ্রস্ত বিশ্বের ৭০ শতাংশ তরুণের শিক্ষাজীবন!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

করোনা ভাইরাসের থাবায় চরম ক্ষতিগ্রস্ত সারা বিশ্বের শিক্ষা কার্যক্রম। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তরুণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

আইএলও বলছে, বিশ্ব জুড়ে ৭০ ভাগ তরুণের শিক্ষাজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পেছনে মূল কারণ প্রাণঘাতী করোনা ভাইরাস। লকাডাউনের কারণে অনলাইন এবং দূরশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার পরেও বেশিরভাগ তরুণ শিক্ষার্থীই ক্ষতিগ্রস্ত।

‘ইয়ুথ এন্ড কোভিড-১৯ ইমপ্যাক্টস অন জবস, এডুকেশন, রাইটস এন্ড মেন্টাল ওয়েল বিং’ নামক জরিপটি চালায় জাতিসংঘের সংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা। জরিপে বলা হয়, যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তরুণরা করোনা মহামারির প্রভাবে দীর্ঘকাল ধরে ভুগবেন।

তরুণ ওই শিক্ষার্থীরা বলছে, অনলাইন শিক্ষা পদ্ধতিতে অনেক কম শিখতে পারছেন তারা। বিবিসি বলছে, স্বল্প উন্নত দেশগুলোর তরুণদের অবস্থা আরও খারাপ। কারণ এখানে বেশির ভাগের ইন্টারনেট এবং প্রযুক্তি সরঞ্জামের অভাব রয়েছে।

এদিকে, করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের প্রায় অর্ধেক তরুণই দুশ্চিন্তায় ভুগছেন এবং এছাড়া বিশ্বের এক তৃতীয়াংশ তরুণ এই ভাইরাসের প্রভাবে ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে শঙ্কিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English