রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

করোনায় ক্ষতি হয়েছে ২,৮৫০ কোটি টাকার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

করোনা মহামারির কারণে পাঁচ মাসে ট্যুর অপারেশন বা ভ্রমণ আয়োজন খাতে ২ হাজার ৮৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এত বড় ক্ষতির পরও ট্যুর অপারেটরেরা সরকারি কোনো সহযোগিতা পাননি। টিকে থাকতে নিজেদের সঞ্চয় ভাঙছেন ব্যবসায়ীরা।

বিপুল আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে হলে করোনা-পরবর্তী সময়ে পর্যটনশিল্পের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া জরুরি। গতানুগতিক পর্যটনের পাশাপাশি হালাল ট্যুরিজম, সিনিয়র সিটিজেন নার্সিং ট্যুরিজম, হাওর ট্যুরিজমের মতো নিত্যনতুন পর্যটন পণ্যের প্রচলন ও বাজারজাত করতে হবে। তা ছাড়া দেশের ভেতরে নতুন নতুন পর্যটন গন্তব্য চিহ্নিত করে অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বিনোদনের ব্যবস্থা করতে হবে। পর্যটনশিল্পকে দীর্ঘস্থায়ী করতে ইকো ট্যুরিজমে জোর দিতে হবে।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর্যটকদের বাংলাদেশে প্রবেশের জন্য ইলেকট্রিক ভিসা চালু করতে হবে। তাতে বিমানবন্দরে অযথা হয়রানি থেকে বিদেশিরা রেহাই পাবেন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন। বিদেশে বাংলাদেশের দূতাবাসে পর্যটনবান্ধব কর্মকর্তা নিয়োগ এবং পর্যটনের গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত ব্রশিউর, পোস্টার প্রদর্শন করতে হবে। এ ছাড়া যেসব দেশ তাদের জনগণকে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে, সেসব উন্মুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English