১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের তারকা লিওপোলদো লুক চলে গেছেন না-ফেরার দেশে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। করোনার সঙ্গে যুদ্ধ করে মারা গিয়েছেন ৭১ বছর বয়সি এই সাবেক স্ট্রাইকার।
জানা গেছে, ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের একজন নিয়মিত সদস্য ছিলেন লুক। ঐ আসরে আর্জেন্টিনার প্রথম গোলটিই করেছিলেন তিনি (হাঙ্গেরির বিপক্ষে)। পুরো আসরে মোট চার বার গোলের দেখা পাওয়া লুক ছিলেন ডেনিয়েল বারতোনি ও মারিও কেমপোসের সমন্বয়ে গঠিত সেই ক্ষিপ্র আর্জেন্টাইন আক্রমণভাগের অংশ।
ক্লাব ফুটবলে কখনো ল্যাটিন আমেরিকা ছেড়ে কোথাও খেলেননি লুক। রিভার প্লেট, রেসিং, সান্তোসের মতো খ্যাতনামা ল্যাটিন আমেরিকান ক্লাবগুলোয় খেলেছেন তিনি। তিন মাস আগে মারা যাওয়া আর্জেন্টাইন মহাতারকা ডিয়েগো ম্যারাডোনার সঙ্গেও এক দলে খেলেছেন তিনি।