সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

করোনা থেকে ২ বছর সুরক্ষা দিতে পারবে রাশিয়ার ভ্যাকসিন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ৯৬ শতাংশ কার্যকর উল্লেখ করে, এই টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিন দীর্ঘ দুই বছর সুরক্ষা দিতে পারবে।এমনটি জানিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা তাস।

আলেকজান্ডার গিন্টসবার্গ বলেন, এখন পর্যন্ত আমি কেবল পরামর্শ দিতে পারি, কারণ আরও পরীক্ষামূলক তথ্য প্রয়োজন। আমাদের ভ্যাকসিনটি ইবোলা ভ্যাকসিনের জন্য ব্যবহৃত প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে প্রাপ্ত পরীক্ষামূলক তথ্যগুলো প্রমাণ করে যে এই একই ধরনের ভ্যাকসিন দুই বছরের জন্য বা সম্ভবত আরও বেশি সময় সুরক্ষা দেবে।

রাশিয়ার এই বিজ্ঞানীর মতে, স্পুটনিক-৫ ভ্যাকসিনটি ৯৬ শতাংশ ক্ষেত্রে কার্যকর। ভ্যাকসিন নেয়া বাকী চার শতাংশ মানুষের মধ্যে সর্দি, কাশি ও হালকা জ্বরসহ করোনার নানা উপসর্গ থাকবে, তবে তাদের ফুসফুস সংক্রমিত হবে না।

গত ১১ আগস্ট রাশিয়ার নিবন্ধিত ‘স্পুটনিক-৫’ বিশ্বের প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন হিসেবে আত্মপ্রকাশ করে। ভ্যাকসিনটি তৈরি করে রুশ প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English