সরকারি হাসপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য ফি নির্ধারণ করার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সরকারি-বেসরকারি হাসপাতালে সবার জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য দাবি দাবি জানান তারা।
সোমবার পৃথক বিবৃতিতে এসব দল ও সংগঠনের নেতারা বলেছেন, সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ওপর ফি আরোপ করার সিদ্ধান্ত বিস্ময়কর। মহামারির চিকিৎসা কখনও ব্যক্তিগত উদ্যোগে হয় না। করোনা চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত এবং একে কেন্দ্র করে যে কানো রকম মুনাফা করার পদক্ষেপকে প্রতিহত করা দরকার।
পৃথক বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ এবং জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহবায়ক ডা. ফয়জুল হাকিম।