বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন

করোনা মোকাবেলায় ‘উজ্জ্বল সাফল্যের’ দাবি কিমের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় দেশটির উজ্জ্বল সাফল্যের প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এমনটি জানিয়েছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির এক রাজনৈতিক বৈঠক শেষে কিম বলেছেন, আমরা মারাত্মক ভাইরাসটির অনধিকার প্রবেশ ঠেকিয়ে দিয়েছি এবং স্থিতিশীল পরিস্থিতি ধরে রেখেছি।

গত ৬ মাস আগে বিশ্বকে যখন করোনা গ্রাস করছিল, তখনই উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দেয় এবং হাজার হাজার লোককে আইসোলেশনে থাকতে বাধ্য করে।

ওই বৈঠকে কিম করোনা মোকাবেলায় দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতৃত্বের প্রশংসা করেন। এছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটির আদেশ মেনে নেয়ায় জনগণের প্রশংসাও করেন কিম।

এছাড়াও কিম বৈঠকে করোনা মোকাবেলায় সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, কিম মনে করেন করোনা মহামারি প্রতিরোধের জন্য সরকারের নেয়া পদক্ষেপ দ্রুত তুলে নেয়া হলে উত্তর কোরিয়ার ভয়াবহ অবস্থা তৈরি হতে পার।

উত্তর কোরিয়ায় এখনো কোনো করোনা রোগী শনাক্তের খবর পাওয়া যায়নি। জানুয়ারির শেষ দিকে উত্তর কোরিয়া দ্রুত ভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সীমান্ত বন্ধ করার পাশাপাশি বিদেশিদের রাজধানী পিয়ংইয়ংয়ে কোয়ারেন্টাইনে পাঠায়। দেশের নাগরিকদের আইসোলেশনে রাখার পাশাপাশি স্কুল বন্ধ করে দেয়। এখন স্কুল খুললেও জনসমাবেশ নিষিদ্ধ। তবে করোনা ভাইরাস ঠেকাতে কড়াকড়ি আরোপ করায় খাদ্যের অভাবে ভুগছেন উত্তর কোরিয়ায় ৪০ শতাংশ মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English