করোনা সচেতনতাবিষয়ক একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছেন এ সময়ের অভিনেত্রী নাদিয়া মিম। নাটকের নাম ‘নেগেটিভ সার্টিফিকেট’।
শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এরই মধ্যে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, শৈলী অতি আধুনিক ও একইসঙ্গে সমাজ সচেতন মেয়ে। ইভটিজিংয়ের দায়ে সে এক বখাটেকে মারার জন্য তাড়া করে শৈলী।
ঘটনাক্রমে সেসময় শফিক নামে এক যুবক নিজের অজান্তেই সেই বখাটেকে ধরতে সাহায্য করে তাকে। এভাবেই তাদের মধ্যে পরিচয়। নাটকটিতে শৈলী চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া মিম।
এতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া মিম বলেন, ‘স্বাভাবিক একটি গল্প হলেও এর মধ্যে রয়েছে করোনা সচেতনতার বক্তব্য। তাই দর্শক বেশ আগ্রহ নিয়েই নাটকটি দেখবেন বলে আমার বিশ্বাস।’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।